১. বই আড্ডা ক্লাবের যে কোনো সদস্য ও পাঠক বন্ধুরা নির্ধারিত মেয়াদে বই নিতে পারবেন।
২. বই ইস্যু করার ৭ কার্য দিবসের মধ্যে পুনরায় পাঠাগারে জমা দিতে হবে।
৩. প্রত্যেক সদস্য বা পাঠক বন্ধু একসাথে সর্বচ্চ একটি মাত্র বই গ্রহণ করতে পারবেন।
৪. বড় বইগুলো ১ বার রিনিউ করে নেওয়ার সুযোগ থাকবে, এরপর লাইব্রেরীতে জমা দিতে হবে। তারপর এক সপ্তাহ পরে আবার ঐ বইটি নতুন করে ইসু করতে পারবেন।
৫. বই আড্ডা ক্লাবের প্রতিটি বই আপনাদের কাছে আমানত স্বরূপ। সুতরাং নির্ধারিত সময়ের পর সম্পূর্ণ অপরিবর্তনীয় এবং অক্ষত অবস্থায় বই ফেরত দেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ আমানতদারিতা রক্ষা করতে হবে।
৬. বই আড্ডা ক্লাবের সদস্য নয় এমন যেকোনো শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ পাঠাগার নির্ধারিত বাৎসরিক ফি ৫০ টাকা পাঠাগার উন্নয়ন তহবিলে পরিশোধ করে পাঠক বন্ধু হিসেবে যুক্ত হতে পারবেন।
৭. নির্ধারিত সময় অতিক্রমের পর প্রথম দিন ২ টাকা, দ্বিতীয় দিন ৩ টাকা, এবং তারপর প্রতিদিনের জন্য ৫ টাকা হারে জরিমানা করা হবে।
৮. কোন কারনে বই হারিয়ে গেলে অথবা জমাদানে ব্যর্থ হলে উক্ত বইয়ের বর্তমান বাজার মূল্যের সম পরিমাণ অর্থের জরিমানা নির্দিষ্ট সময়ে মধ্যে পরিশোধ করতে হবে।
৯. পাঠকদের পরিশোধিত সম্পূর্ণ অর্থ পাঠাগার উন্নয়নে ব্যয় হবে।
১০. বিশ্ববিদ্যালয়ের code of conduct ও পাঠাগারের নিয়ম নীতি পরিপন্থী যেকোন কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলে তার সদস্য বা পাঠক বন্ধুর পদ বাতিল করা হবে।